প্রেস বিজ্ঞপ্তি ॥ তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর দুই দিন ব্যাপী জাতীয় সম্মেলন গতকাল সোমবার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তৃণমূল নারী উদ্যোক্তা প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। নারী উন্নয়নে বিভিন্ন কর্মে অগ্রণী ভূমিকা রাখায় তাদেরকে সম্মাননা প্রদান করা হয়। হবিগঞ্জ জেলা তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির সদস্য শান্তনা বিউটি পার্লারের মালিক রাহেলা আক্তার কে জাতীয় সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দ সম্মাননা ও পদক রাহেলা আক্তার এর হাতে তুলে দেন।