মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান এজেড এম ডা. জাহিদ হোসেন বলেছেন, আওয়ামীলীগ গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রকে হরণ করে, এ সরকারের কথায় আর কাজে কোন মিল নেই, মানুষ এখন এ সরকারকে ঘৃনার চোখে দেখছে, বাংলাদেশ আওয়ামীলীগ সরকার ও গণতন্ত্র এক সাথে চলতে পারে না। এ সরকার জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতার মসনদে ঠিকে আছে। সুষ্ঠু নির্বাচন হলে বুঝাযাবে এ সরকারের জনপ্রিয়তা কতটুকু আছে, তিনি আরো বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আপোষহীন নেত্রী তিনি কখনও অন্যায়ের কাছে মাথা নত করেননি, তিনি দেশ ও দেশের মানুষকে ভালবেসে শতপ্রতিকুলতার মধ্যেও বিদেশে পালিয়ে যাননি, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার আদায়ের জন্য সংগ্রাম করে যাচ্ছেন। তুমুল আন্দোলনের মাধ্যমে এ সরকারকে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এ ক্ষেত্রে নেতাকর্মীদের যে কোন মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে যারা নেতা নির্বাচিত হয়েছেন তাদের নেতৃত্বে দূর্বার আন্দোলন গড়ে তুলতে হবে, সামনের দিনগুলোতে যতধরনের কেন্দ্রিয় কর্মসুচী আসবে তা জোরালোভাবে মাঠ পর্য্যায়ে পালন করতে হবে। গতকাল শুক্রবার (১লা এপ্রিল) দুপুর ১২টায় বানিয়াচং উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে ১ম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির আহবায়ক ও প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মোঃ লুৎফুর রহমানের সভাপতিত্বে ও নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোঃ খালেদ মিয়ার সঞ্চালণায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ, সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া ও জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ আবুল হাসিম। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির উপজেলা ও জেলার বিভিন্ন অঙ্গ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। কাউন্সিলারদের গোপন ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন মুজিবুল হোসেন মারুফ (প্রাপ্ত ভোট ৫৫২) ও তার নিকটতম প্রার্থী সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ পেয়েছেন ৩শ ৮০ ভোট, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক নকিব ফজলে রকিব মাখন (প্রাপ্ত ভোট ২৫৮) তার নিকটতম প্রার্থী সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল কাদির পেয়েছেন ২শ ১৯ ভোট, অপর সাধারণ সম্পাদক প্রার্থীদ্বয় সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল পেয়েছেন ১শ ৬৪ ভোট, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান বাবলু পেয়েছেন ১শ ৬০ ভোট এবং সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ওয়ারিশ উদ্দিন খান পেয়েছেন ১শ ২৬ ভোট।