আব্দুল জাহির মিয়া, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের অন্তর্গত দউদন্দি চা বাগানে মাদক ব্যবসায়ীদের পুলিশের উপর হামলার ঘটনায় চুনারুঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে এ পর্যন্ত ১৫ মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী এরা হলো- আসামী সন্তোষ চাষা (৪৫), কার্তিক চন্দ্র বাকতি (৫১), মনজু চাষা (৪০), সংকীর্তন চাষা (৪৮), শংকু চাষা (১৯), নারদ বাড়াইক (৪৫), জগদীশ বাকতী (৪০), রাজীব কায়স্থ (৩১), দীপক মাল (৪০), দীনার বারেক (৪৫), আপন সাওতাল (৪৫), অনিল মুড়া (৩৭), অর্জুন কালিন্দি (৩৮), মোঃ সাহেদ মিয়া (২৭), সুবল সাওতাল ৫০। এদিকে পৃথক দুটি মাদক মামলায় আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত তিন জন হল মাদক কারবারি কাজল মুন্ডা (৩২), ভারত মুন্ডা (৩২) ও থানা পুলিশ কর্তৃক গ্রেফতারকৃত চুনারুঘাট থানায় মামলা নং-৪৪ (৩) ২২ (গাঁজা) এর গ্রেফতারকৃত আসামী মোহাম্মদ আলীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।