স্টাফ রিপোর্টার ॥ সিলেট বিভাগের সরকারি কর্মকর্তা/কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলা চ্যাম্পিয়ন হয়েছে। ৩৯টি প্রতিযোগিতার মধ্যে ২৩টিতেই প্রথম স্থান অধিকার করে হবিগঞ্জ জেলা।
গতকাল সিলেট বিভাগীয় প্রশাসন ও সিলেট বিভাগীয় কর্মচারী কল্যাণ বোর্ড এর যৌথ আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব) নাহিদ রশীদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের প্রধানগণসহ হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহানসহ ৪টি জেলার জেলা প্রশাসকগণ।