স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের ইছবপুর গ্রাম থেকে আংশিক প্রতিবন্ধী কিশোরী অপহরণ করা হয়েছে। সে ওই গ্রামের মৃত ইসলাম উদ্দিনের কন্যা। এ ঘটনায় ওই কিশোরীর ভাই মকসুদ মিয়া বানিয়াচং থানায় একটি জিডি করলে পুলিশ অপহৃতাকে ৩ দিন পর নবীগঞ্জ থেকে উদ্ধার করেছে। এ সময় অপহরণকারীরা পালিয়ে যায়। গত ২৯ মার্চ বানিয়াচং থানার এসআই দুলাল মিয়া কিশোরীকে তার অভিভাবকের জিম্মায় দেন।
ওই কিশোরীর ভাই জানায়, ২৫ মার্চ সন্ধ্যার সময় একই গ্রামের মৃত আফসর উল্লার পুত্র শরীয়ত উল্লা ও মৃত আসকর উল্লার পুত্র জয়নাল মিয়া ও কালা মিয়া তার বোনকে অপহরণ করে নিয়ে যায়। এরপর তারা বানিয়াচং থানায় অভিযোগ দেন। এর প্রেক্ষিতে গত ২৯ মার্চ নবীগঞ্জ উপজেলার দত্তগ্রামের ফিসারী সংলগ্ন আজাদ মিয়ার বাড়ি থেকে কিশোরীকে উদ্ধার করে পুলিশ। এ সময় অপহরণকারীরা পালিয়ে যায়। তবে তার ভাইয়ের ধারণা অপহরণকারীরা তার বোনকে নির্জন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করেছে।
বানিয়াচং সার্কেল এসপি পলাশ রঞ্জন জানান, জিডির প্রেক্ষিতে অপহৃতাকে উদ্ধার করে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। তবে মামলা করার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।