প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জের আঞ্চলিক মুক্তিযুদ্ধ জাদুঘর এর ভূমি, ৫ তলা ভবনসহ স্থাবর -অস্থাবর সকল সম্পত্তি ও মুক্তিযুদ্ধের মূল্যবান স্মারক সমূহ হস্তান্তর করা হয়েছে। আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী গতকাল ৩১ মার্চ ট্রাস্টিবোর্ডের সদস্যগনের নিকট হস্তান্তর করেছেন। এর আগে জাদুঘরের একটি ট্রাস্ট বোর্ড গঠন করা হয়। ১১ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ মুক্তিযুদ্ধ জাদুরের ট্রাস্টিবৃন্দ হলেন- হবিগঞ্জ জেলা প্রশাসক, হবিগঞ্জ পুলিশ সুপার,
অশোক মাধব রায় (সাবেক সচিব), শেখ ফজলে এলাহী (সাবেক উপ -সচিব ও মুক্তিযুদ্ধ গবেষক), বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ আব্দুজ জাহের (অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ), মুক্তিযোদ্ধা নূরুল করিম দিলু, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ইকরামুল ওয়াদুদ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক জাহান আরা খাতুন ও ব্যরিষ্টার সাইদুল আলম খান (সাবেক বিচারক ও আইনজীবী সুপ্রিমকোর্ট), মোহাম্মদ সায়েদুর রহমান তালুকদার (লেখক ও গবেষক) ও দাতা ও প্রতিষ্টাতা আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
গতকাল বৃহস্পতিবার জাদুঘরে ট্রাস্ট দলিল রেজিষ্ট্রেশন হওয়ায় সকল ট্রাস্টিগণকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন কেয়া চৌধুরী।