স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে চুনারুঘাট উপজেলার পৌর এলাকায় ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় দই, রসমালাই এসকল পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না তাকায়, মূল্য তালিকা না থাকায় মাতৃমঙ্গল মিষ্টির দোকানে ১০ হাজার টাকা অর্থদ- আরোপ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।