শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ পৌর এলাকার কৃষ্ণনগর গ্রামে অগ্নিকান্ডে ৪টি টমটম সহ ৫টি বসতঘর সম্পূর্ণভাবে ভস্মিভূত হয়েছে। বসতঘরে রক্ষিত টিভি, ফ্রিজ ও নানা ধরণের আসবাবপত্র পুড়ে ছাঁই হয়ে যায়। দীর্ঘ দেড় ঘন্টা ধরে নানা রকম প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনারর চেষ্টা করে এলাকাবাসী। পর বানিয়াচং থেকে ফায়ারসার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে এলাকাবাসীর ধারণা। উপজেলা নির্বাহী অফিসার সুলতানা সালেহা সুমি ও থানা অফিসার ইনচার্জ নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা যায়, আজমিরীগঞ্জ পৌর এলাকার কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা হারুন মিয়ার বসতঘর থেকে গতকাল বুধবার রাত অনুমানিক সাড়ে ৯ টায় হঠাৎ করে ধূঁয়ার কুন্ডলি উঠতে দেখে আশপাশের লোকজন। তাদের শোর-চিৎকারে অন্যান্য পাড়ার লোকজন এসে পাশের জলাশয় থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এদিকে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। মুহুর্তের মাঝে সংলগ্ন বসতঘর সমূহে আগুন ধরে যায়। এরই মধ্যে ঘরে রক্ষিত টিভি, ফ্রিজ, খাট পালংক, আলমিরা সোকেস, ওয়্যারড্রব, ড্রেসিং টেবিল ও চার্জে দেয়া ৪টি টমটম আগুনে পুড়ে ছাঁই হয়ে যায়। আশপাশের লোকজন ও এলাকাবাসীর দীর্ঘ ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। পর বানিয়াচং থেকে ফায়ারসার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ড যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তারা হলেন, হারুন মিয়া, আবু ছালেক, রেজাউল করিম, আব্দুস সাত্তার ও আবুল কালাম।