সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ ফিলিস্তিনে আগ্রাসনের বিরুদ্ধে নবীগঞ্জে বিক্ষোভ মিছিল বাহুবলে বিল ইজারা নিয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক নবীগঞ্জে ঈদের জামাত পড়া নিয়ে বৃদ্ধ খুনের ঘটনায় আসামী গ্রেপ্তার পবিত্র ওমরা পালন শেষে আজ হবিগঞ্জ ফিরবেন জি কে গউছ নবীগঞ্জে মা’কে মারধর করে ঘর থেকে বের করে দিল পাষন্ড ছেলে হবিগঞ্জে বিজিবি’র পৃথক অভিযান ॥ ২৭ কেজি ভারতীয় গাঁজা সহ পিকআপ আটক নবীগঞ্জ পুলিশের অভিযানে ৩ পলাতক আসামী গ্রেপ্তার উমেদনগর টাইটেল মাদ্রাসার শাহী ঈদগাহে স্মরণকালের বড় ঈদ জামাত অনুষ্ঠিত নবীগঞ্জের বাউসী গ্রামে অস্ত্রধারী ডাকাত দলের হানা ॥ স্বর্ণালঙ্কারসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট

গোবিন্দপুরের আমেরিকা প্রবাসী শাহিন মিয়ার বন্দুক জব্দে এডিএম এর নির্দেশ আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে হুমকি দেয়ার অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ২৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পারিবারিক বিরোধকে কেন্দ্র করে লাইসেন্সকৃত বন্দুক তাক করে দুই ভাই ও এক ভাতিজাকে গুলি করে হত্যার হুমকি দেয়ার অভিযোগে হবিগঞ্জ সদর উপজেলার গোন্দিপুর গ্রামের আমেরিকা প্রবাসী শাহিন মিয়ার বন্দুক জব্দের নির্দেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান। অভিযোগে জানা যায়- আমেরিকা প্রবাসী শাহিন মিয়া সম্প্রতি দেশে আসেন। পারিবারিক বিরোধকে কেন্দ্র করে গত ২৯ মার্চ দুপুরে ইউটিএস ফিফটিন বন্দুক তাক করে শাহিন মিয়া তার ভাই সাবেক ইউপি চেয়ারম্যান আনু মিয়া, আরেক ভাই বৃটেন প্রবাসী জয়নাল আবেদিন ছালেক এবং ভাতিজা ইবনাত হোসেন প্লাবনকে খুন করার হুমকি দেন। এ জাতীয় বন্দুক দিয়ে এক সাথে ১৬ রাউন্ড গুলি ছুড়া যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। ওই দিন রাত ১১টার দিকে গোবিন্দপুর গ্রামের বাড়িতে ফাকা গুলি ছুড়লে আতংকে ঘুমন্ত মানুষ জেগে উঠে। এসব বিষয়ে গতকাল জেলা প্রশাসক, পুলিশ সুপার ও হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে অভিযোগ দাখিল করেন সাবেক ইউপি চেয়ারম্যান আনু মিয়া, জয়নাল আবেদন ছালেক ও ইবনাত হোসেন প্লাবন। অভিযোগটি গুরুত্বের সাথে নেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট এর পক্ষে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান গতকাল ০৫.৬০.৩৬০০.০২৪.০৭.০০১.২২-১৮০(৩) নং স্মারকে আবেদনকারীদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে হবিগঞ্জ সদর থানার ওসিকে আমেরিকা প্রবাসী শাহিন মিয়ার আগ্নেয়াস্ত্র জব্দ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে একটি প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com