প্রেস বিজ্ঞপ্তি ॥ প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচার এবং বিরতিহীন পাবলিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবীতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট হবিগঞ্জ জেলার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকাল ১১টায় স্থানীয় আরডি হল প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রশ্ন ফাঁসের সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে” ইত্যাদি দাবীতে হাতে লেখা ফেষ্টুন নিয়ে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে ছাত্র ফ্রন্ট জেলার সংগঠক ও কেন্দ্রীয় সদস্য শফিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং বৃন্দাবন কলেজ শাখার সাধারণ সম্পাদক এনামুলক হকের পরিচালনায় বক্তব্য রাখেন বৃন্দাবন কলেজের ছাত্র নেতা আমিনুল ইসলাম, শচীন্দ্র কলেজের ছাত্র নেতা তৌহিদুল ইসলাম, ফরহাদ আহমেদ রিহাদ, পিকে শিশির বৈষ্ণব, রুয়েল খান প্রমুখ। সমাবেশে বক্তাগণ বলেন প্রশ্ন ফাঁস ঠেকানোর জন্য বিরতিহীন পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের কারণে ছাত্র ছাত্রীদের চূড়ান্ত প্রস্তুতির সময় থাকবে না। যা প্রশ্ন ফাঁসকে উৎসাহিত করবে। প্রতিদিন বা দিনে দুটি পরীক্ষা ছাত্র/ছাত্রীদের শারিরীক ও মানসিকভাবে বিপর্যস্থ করবে।