রাহিম আহমেদ ॥ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেছেন, দেশ এখন উন্নয়নের রেলা মডেল। তিনি বলেন, দেশনেত্রী শেখ হাসিনা বলেছিলেন দেশে কেউ গৃহহীণ থাকবে না। এজন্য তিনি মুজিব শতবর্ষে প্রায় নয় লাখ গৃহহীন পরিবারকে নতুন ঘর উপহার দিয়েছেন। দেশ এখন মধ্যমায়ের দেশ থেকে উন্নত দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এগুলো একমাত্র সম্ভব হয়েছে দেশ নেত্রী শেখ হাসিনার জন্যই।
গতকাল জেলা পরিষদ অডিটরিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন। জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলামের সভাপতিত্বে ও রঞ্জন দেব এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা পরিষদের সদস্য এডঃ সুলতান মাহমুদ, আব্দুল্লাহ সর্দার, আব্দুল আহাদ, আলেয়া বেগম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৫ আগস্ট কালো রাতে বঙ্গবন্ধুকে হত্যা করে একদল কূলাঙ্গার সেনাবাহিনী। তবে বঙ্গবন্ধুকে হত্যা করে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে নি। বঙ্গবন্ধুর আদর্শে তার পথ দেখিয়ে দেওয়া রাস্তা ধরে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।