শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরিগঞ্জ উপজেলার ২নং বদলপুর ইউনিয়নের পাহাড়পুর বাজারে গতকাল মঙ্গলবার বিকাল ২ টায় দিকে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতান সালেহা সুমি এর নেতৃত্বে পাহাড়পুর বাজারে বিভিন্ন মুদি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়, এ সময় ১০টি দোকানে মূল্য তালিকা না থাকায় এবং পণ্যের মূল্য বেশি রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে মোবাইল কোর্ট পরিচালনা করে ১০টি দোকানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে মূল্য তালিকা রাখতে এবং পণ্য নির্দিষ্ট দামে বিক্রি করার নির্দেশ প্রদান করা হয়। এ সময় আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন। উপজেলা নির্বাহী অফিসার সুলতানা সালেহা সুমি জানায় সরকারের নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।