প্রেস বিজ্ঞপ্তি ॥ ব্যবসায়ীদের ঐতিহ্যবাহী সংগঠন হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন এর-ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাত ৮টায় হবিগঞ্জ শহরের চৌধুরী বাজারের নারিকেল হাটায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ সামছু মিয়া। সাধারণ সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ¦ ফরিদ উদ্দিন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ এমদাদুর রহমান বাবুল ও সাংস্কৃতিক সম্পাদক স্বপন লাল বনিক। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এছাড়াও গীতা পাঠ করা হয়। সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক মিয়া মোঃ ইলিয়াছ, সাংস্কৃতিক সম্পাদক পিন্টু দাশ ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মনসুর আহমেদ রুবেলসহ যে সব ব্যবসায়ী মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি সম্মান প্রদর্শন করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সহ-সভাপতি জগদীশ চন্দ্র মোদক। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ ফরিদ উদ্দীন আহমেদ। বার্ষিক হিসাব উপস্থাপন করেন কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাবেক উপদেষ্টা ও আহ্বায়ক হাজী মোঃ ইছাক মিয়া, সাবেক সাধারণ সম্পাদক হাজী মোঃ উছমান গণি, বর্তমান উপদেষ্টা সাবেক চেয়ারম্যান মোঃ শরীফ উল্লাহ, সাবেক চেয়ারম্যান মোঃ সজীব আলী, শংকর পাল, সুখলাল সূত্রধর, শংকর দাস, স্বদীপ কুমার বনিক, হাজী মোঃ শফিকুল ইসলাম ও মোঃ তৌহিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক মোঃ আজগর আলী, সাংগঠনিক সম্পাদক উৎপল কুমার রায়, সহ-সাংগঠনিক সম্পাদক আহমেদ জামান খান শুভ ও মোঃ মঈনুল মিয়া, দপ্তর সম্পাদক মফিজুর রহমান বাচ্চু, ক্রীড়া সম্পাদক আব্দুল হান্নান, সমাজ কল্যাণ সম্পাদক রতন রায়, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান মুরাদ, সদস্য মোঃ নাছির উদ্দিন, বদরুল আলম চৌধুরী, অমীয় রায়, মঈনুদ্দিন খান, তাজুল ইসলাম, আব্দুল মন্নান, শফিউল আলম টুটুল ও অফিস সহকারী মরম আলীসহ হবিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ।