ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ বাড়িতে বিয়ের উৎসবের আমেজ, রীতিমত প্যান্ডেল করে খাওয়া-দাওয়ার ব্যাপক আয়োজন চলছিল। বর আসে কনেকে নিয়ে যেতে। তবে শেষমেশ কনে ছাড়াই বাড়ি ফিরতে হয়েছে বরকে। মোবাইল কোর্টের অভিযান প-ু হয়ে যায় বিয়ের অনুষ্ঠান। গতকাল মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নে বাল্য-বিবাহ বন্ধ করে দেয় মোবাইল কোর্ট। জানা যায়, নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি শাহপুর গ্রামের আব্দুর রকিবের অপ্রাপ্তবয়স্ক জনৈক কন্যার সাথে পার্শ্ববর্তী বানিয়াচং উপজেলার তাজ উদ্দিনের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্যান্য বিয়েবাড়ির মতো চলছিল আনন্দ-উৎসব। খাওয়াদাওয়ার জন্য তৈরি করা হয় প্যান্ডেল। মঙ্গলবার দুপুরে কনেকে নেয়ার জন্য আসে বরপক্ষ। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে একদল পুলিশ বিয়ের বাড়িতে উপস্থিত হন। পরে কনের প্রাপ্ত বয়স না হওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্যবিবাহ প-ু করে দেয় প্রশাসন। অতঃপর প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবেন না মর্মে কনের পিতা আব্দুর রকিব মুচলেকা প্রদান করেন।
এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ বলেন- অপ্রাপ্তবয়স্ক একটি মেয়ের বিয়ের উদ্যোগ গ্রহণ করা হয়, বিষয়টি অবগত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে, এবং প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবেন না বলে ওই মেয়ের পিতা মুচলেকা দিয়েছেন।