প্রেস বিজ্ঞপ্তি ॥ আজ শনিবার সকাল ১০টায় আওয়ামীলীগের কার্যালয়ে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের নতুন পুর্ণাঙ্গ কমিটির ১ম সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্বে করবেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো. আবু জাহির। সভা পরিচালনা করবেন সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ-২ আসনের এমপি এডভোকেট আব্দুল মজিদ খান। সভায় শোক দিবস পালনের জন্য মাস ব্যাপি কর্মসূচি গ্রহন করা হবে এবং সাংগঠনিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ জুন জেলা আওয়ামীলীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। সম্প্রতি ৭১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি তৈরি করে অনুমোদনের জন্য কেন্দ্রে প্রেরণ করা হয়েছে। আজকের সভাটি প্রস্তাবিত নতুন কমিটির ১ম সভা। প্রবীন ও নবীনদের সমন্বয়ে নতুন কমিটি তৈরি করা হয়েছে।