স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বৃন্দাবন ও মহিলা কলেজের সামনে কম্পিউটার ও ফটোস্ট্যাটের দোকানগুলোতে শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তির আবেদন ফি বাবদ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে প্রায়ই শিক্ষার্থীদের সাথে দোকান কর্মচারীদের প্রায়ই বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরব ভূমিকা পালন করছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃন্দাবন ও মহিলা কলেজের পাশে কিছু কম্পিউটার ও ফটোস্ট্যাটের দোকান গড়ে উঠেছে। আর এসব দোকানদাররা কলেজেগুলোতে ভর্তি ফিসহ বিভিন্ন আবেদন ফি অনলাইনে করে থাকেন। এ সময় তারা নির্ধারিত টাকার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করছেন। কিন্তু শিক্ষার্থীদের যেন এতে কিছুই করার নেই। আবার কেউ প্রতিবাদ করলে তাদের সাথে অশোভ আচরণও করা হয়। কয়েকজন শিক্ষর্থী অভিযোগ বলে বলেন, এসব দোকানে গেলে অতিরিক্ত ভর্তি ফি নেয় তারা। আবার অন্য কোন দোকানে গেলে তারা বলেন এসব দোকানে ভুল হবে তাই তারা বাধ্য হয়ে তাদের কথামতো এসব দোকানে যান।