স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা বাজারে বিভিন্ন মুদি দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মূল্য তালিকা না থাকায় ৭টি দোকানের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, মূল্য তালিকা না থাকায় এবং পণ্যের মূল্য বেশি রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। সেই সাথে মূল্য তালিকা রাখতে এবং পণ্য নির্দিষ্ট দামে বিক্রি করার নির্দেশ প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন আজমিরীগঞ্জ থানার একদল পুলিশ।