স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আইনজীবি সহকারী সমিতির নির্বাচন আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সমিতির প্রধান কার্যালয়ে এ ভোট গ্রহন হবে। নির্বাচন কমিশনার ভোটের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে। প্রার্থীদের প্রচার প্রচারণাও শেষ পর্যায়ে। শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন হবে। সভাপতি পদে প্রার্থীরা হলেন, সাবেক সভাপতি নির্ধন দাস ও জ্ঞানসিন্ধু মল্লিক নানু। সম্পাদক পদে সাবেক সাবেক সাধারণ সম্পাদক আরাধন দাস ও রজত কান্তি চৌধুরী শিটন প্রতিদ্ধন্ধিতা করবেন।