স্টাফ রিপোর্টার ॥ ২৬ মার্চ, বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবদীপ্ত দিন। হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এ দিনে বিশ্বের বুকে স্বাধীন অস্থিত্ব ঘোষণা করেছিল বীর বাঙালি। সবুজ জমিনে রক্তিম সূর্যখচিত মানচিত্রের তলে লিখেছিল স্বাধীন বাংলাদেশের নাম। আপন আত্মপরিচয়ের ডাকে প্রতিরোধে দাঁড়িয়েছিল স্বগৌরবে। আর সেই স্বগৌরবের দিনটি হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে পালিত হয়েছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে হবিগঞ্জ জেলা প্রশাসন ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন শ্রেণী পেশার সামাজিক ও রাজনৈতিক সংগঠন এদিন পালন করে। ২৬ মার্চ শনিবার সূর্যোদয়ের সাথে সাথে হবিগঞ্জ কালেক্টরেট প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে শুরু হয় দিনটির আনুষ্ঠানিকতা। পরে সকাল ৭ টায় দূর্জয় হবিগঞ্জ, বঙ্গবন্ধু প্রতিকৃতি, উমেদনগর ও শায়েস্তানগর এলাকায় শহীদ ব্যাধীতে পুষ্পস্তবক অর্পন করা হয়। সকাল ৮টা থেকে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী শুরু হয়। এ সময় দাড়িয়ে কুচকাওয়াজ’এর সালাম গ্রহন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার এসএম মুরাদ আলী। এর পুর্বে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে মহান স্বাধীনতা দিবসের উদ্বোধন করা হয়। এ সময় হবিগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাংলাদেশ আনসার, ফায়ার সার্ভিস, স্বাস্থ্যবিভাগ সরকারী বেসরকারী সকল দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দূর্জয় হবিগঞ্জ-এ পুষ্পস্তবক অর্পনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির, এমপি আব্দুল মজিদ খান, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার এসএম মুরাদ আলী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী প্রমুখ। এছাড়াও নীমতলা কালেক্টরেট প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধভিত্তিক আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা, শিশু একাডেমিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাধীনতা দিবসের আলোচনা সভা, মুক্তিযোদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী, লোকজ সাংস্কৃতিক উৎসব ও প্রীতি ফুটবল ম্যাচসহ নানা আয়োজনে দিবসটি পালন করা হয়।