স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভায় কোভিড-১৯ এর গণটিকা কার্যক্রমের ২য় ডোজ দেয়া হবে সোমবার। গত ফেব্রুয়ারী মাসের ২৬ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত যারা হবিগঞ্জ পৌরসভার গণটিকা কার্যক্রমে ১ম ডোজ নিয়েছেন শুধুমাত্র তারাই এই ২য় ডোজ টিকা গ্রহন করতে পারবেন। হবিগঞ্জ পৌরসভার স্বাস্থ্য বিভাগ হতে জানানো হয়েছে ওই সময় যারা ১ম ডোজ টিকা নিয়েছেন তারা প্রদত্ত টিকা কার্ড সাথে নিয়ে আসলেই টিকা গ্রহন করতে পারবেন। ২৮ মার্চ সোমবার হবিগঞ্জ পৌর এলাকার যে কেন্দ্রগুলোতে টিকা দেয়া হবে সেগুলো হলো ১নং ওয়ার্ড উমেদনগর পৌর হাই স্কুল, ২নং ওয়ার্ড সওদাগর কৃষ্ণধন সরকারি প্রাঃ বিদ্যালয়, গরুর বাজার, ৩নং ওয়ার্ড ঘাটিয়া রাধাগোবিন্দ আখড়া, ৪নং ওয়ার্ড নাতিরাবাদ চৌধুরী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫নং ওয়ার্ড আমিরচাঁন কমপ্লেক্স সংলগ্ন হবিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬নং ওয়ার্ড স্টাফ কোয়ার্টার আবাসিক এলাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭নং ওয়ার্ড রাজনগর কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮নং ওয়ার্ডনজির মার্কেট সংলগ্ন টাউন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯নং ওয়ার্ডপৈল রোড গাউছিয়া সুন্নীয়া একাডেমী। এছাড়াও আরো ৩টি কেন্দ্র রয়েছে খোয়াই মুখ নূরুল হেরা জামে মসজিদ মার্কেট, কোর্ট ষ্টেশন রোডের খোশ মহল ও শায়েস্তানগরের প্রমি ট্রেডার্স। হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম এ গণটিকা কার্যক্রমকে সফল করে তোলার জন্য পৌরবাসীর প্রতি আহবান জানান।