প্রেস বিজ্ঞপ্তি ॥ আওয়ামী, ফ্যাসিবাদী দুঃশাসন রুখো, মানুষ বাঁচাও। ভোজ্যতেল-চাল-ডাল-চিনিসহ খাদ্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিরোধ ও গ্যাস-বিদ্যুৎ-পানির মূল্যবৃদ্ধির অপতৎপরতা বন্ধে আজ ২৮ মার্চ সোমবার সারাদেশে অর্ধদিবস (৬-১২টা) হরতালের আহবান করেছে বাম গণতান্ত্রিক জোট। হরতালকে সফল করার লক্ষ্যে হবিগঞ্জ জেলা বামজোট চৌধুরী বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক হয়ে বেবীস্ট্যান্ড মোড়ে পথসভার মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা সিপিবি সভাপতি কমরেড হাবিবুর রহমান, এডভোকেট জুনায়েদ আহমেদ সহ বামজোট নেতৃবৃন্দ। পথসভায় বক্তব্য রাখেন- জেলা সিপিবি সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, বাসদ সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমেদ ও বাসদ (মার্কসবাদী) সংগঠক শফিকুল ইসলাম। সভায় বক্তাগণ আধাবেলা হরতাল সফল করার জন্য জেলাবাসীর প্রতি উদাত্ত আহবান জানান। বক্তাগণ বলেন- এনা পরিবহনের মালিক খন্দকার এনায়েত উল্লা পরিবহন চালু রাখার ঘোষণা দিয়ে শ্রমজীবী গরীব মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে। এদেশের মানুষ এটা মনে রাখবে। গরীব, মেহনতি, শ্রমজীবী মানুষ হরতালে রাজপথে নেমে এসে হরতাল সফল করবে এটা পরিবহন মালিকরা ঠেকাতে পারবে না।