নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার মায়ানগর গ্রাম থেকে এক দুবাই প্রবাসীর স্ত্রী ৩ সন্তানের জননী কবিরুন বেগম (৪৩) নামের এক গৃহবধু’র ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৭ মার্চ) বিকেলে মায়ানগরস্থ মৃতের পিত্রালয়ের বসতবাড়ী থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। তবে আত্মহত্যার কারন জানাযায়নি। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাযায়, কবিরুন বেগমের স্বামী নবীগঞ্জ পৌর এলাকার আনমনু গ্রামের মৃত মাতাব উল্লাহ পুত্র দুবাই প্রবাসী শাহ আলম। কবিরুন বেগমের শাহ আলমের ২য় স্ত্রী। প্রবাসী স্বামী শাহ আলম দীর্ঘদিন ধরে স্ত্রী, সন্তানদের বরণ পোষনসহ কোন খোজঁখবর নিতেন না। স্ত্রী সন্তানদের বরণ পোষন না নেয়ার কারনে বাবার বাড়িতে ৩ সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করে আসছিলেন কবিরুন বেগম। তার বৃদ্ধা মা ভিক্ষা করে ও মেয়ে অন্যের বাড়িতে কাজ করে কোন রকম জীবন জীবিকা রক্ষা করে আসছেন। মৃত কবিরুন বেগম নবীগঞ্জ পৌর এলাকার মায়ানগর গ্রামের মস্টব আলীর মেয়ে। দরিদ্র পরিবারে বেড়ে উঠা ষোড়শী কবিরুন বেগমের বিয়ে হয় আনমনু গ্রামের ধনী পরিবারের ছেলে শাহ আলমের সাথে। প্রায় ৪/৫ বছর পুর্বে প্রবাসী স্বামীর বাড়ি থেকে বিতারিত হয়ে পিত্রালয়ে আশ্রয় নেয় কবিরুন। নাবালক সন্তানদের ভরন পোষন এবং জীবিকার তাগিদে প্রবাসে গিয়েছিলেন কবিরুন। সেখানে বেশী দিন থাকতে পারেন নি। দেশে ফিরে বৃদ্ধা মা’য়ের বুঝা হয়েই সন্তানদের নিয়ে অতিকষ্টে দিনাপাত করতেন। মা আরিজা বেগম ভিক্ষাবৃত্তি, মেয়ে অন্যের বাসায় ঝি কাজ করে এবং ছেলে সিএনজি চালিয়ে কোন রকম সংসার চালিয়ে আসছেন। প্রতিদিনের ন্যায় কবিরুনের মাতা ভিক্ষা করে বাড়ি ফিরে এসে দেখেন বসতঘরের বাশের তীরের সাথে মেয়ের ঝুলন্ত লাশ। ঘটনাটি নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করলে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদের নির্দেশনায় এস আই অঞ্জন দেব ঘটনাস্থলে পৌঁছে মৃতের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশটি উদ্ধার করে নবীগঞ্জ থানায় নিয়ে আসেন। সকালে হবিগঞ্জ মর্গে ময়না তদন্তের জন্য প্রেরন করার কথা রয়েছে। পরিবারের লোকজনের দাবী মৃত কবিরুন বেগম কিছুদিন ধরে মানসিক রোগে ভোগছিলেন। দীর্ঘদিন যাবৎ মৃগা রোগে আক্রান্ত ছিলেন। কবিরুন বেগমের সন্তানের দাবী তাদের পিতা শাহ আলম তাদের সাথে বিগত ৪ বৎসর যাবৎ কোন যোগাযোগ না রাখায় এবং তাদের ভরন পোষন না দেয়ায় মা কবিরুন বেগম অতিরিক্ত টেনশন করতেন।