প্রেস বিজ্ঞপ্তি ॥ শচীন্দ্র কলেজে জাঁকজমক ও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করা হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে ও উদ্যাপন কমিটির সদস্য প্রভাষক মো: শাহ্ আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিংবডির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো: শরীফ উল্লাহ্। তিনি বলেন, “একটি বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, শোষণমুক্ত, দারিদ্রমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামের মূল উদ্দেশ্য।” সভায় উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষকম-লী ও শিক্ষার্থীবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন উদ্যাপন কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক মিহির রঞ্জন সরকার। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে বিশদ আলোচনা পর্বে বক্তৃতা করেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যপক প্রমোদ সাহাজী, বাংলার বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো: তরিকুল ইসলাম হারুন, অর্থনীতির বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক প্রবীন্দ্র সমাজপতি, সহকারী অধ্যাপক অনুপমা ভক্ত, সহকারী অধ্যাপক গৌতম সরকার, সহকারী অধ্যাপক লতিফ হোসেন, প্রভাষক নজরুল ইসলাম খান, প্রভাষক রঞ্জু পাল, প্রভাষক শাহ্ আলম প্রমুখ। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রাহ্মা আক্তার, দুলাল মিয়া, সুজয় সরকার, ও শাহরিয়ার। স্বাধীনতার গুরুত্বকে অর্থবহ ও তাৎপর্যপূর্ণ করে তোলার জন্য শিক্ষার্থীরদের মধ্যে রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।