প্রেস বিজ্ঞপ্তি ॥ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রী শ্রী কালীবাড়িতে কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দুপুরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট পূন্যব্রত চৌধুরী বিভু। সভায় মহান মুক্তিযুদ্ধের শহিদদের স্মরণে এবং দেশের অগ্রগতি ও অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য প্রার্থনা করা হয়। সভা শেষে বাসন্তী পূজা উপলক্ষে নির্মল জ্যোতি চক্রবর্তী রঞ্জুকে সভাপতি ও অনাথ বন্ধু তরপদার অশোককে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয। আগামী ৮, ৯, ১০ ও ১১ই এপ্রিল বাসন্তী পূজা অনুষ্ঠিত হবে। কার্যকরি কমিটির সভায় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, অ্যাডভোকেট দেবাঞ্জন ভট্টাচার্য্য বাপু, পার্থ প্রতিম দাশ, শংখ শুভ্র রায় প্রমুখ। সকল সনাতন ধর্মাবলম্বীদের বাসন্তী পূজায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।