স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার হালিতলা গ্রামে অভিযান চালিয়ে খালেদ মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমনা ইয়াবাসহ আটক করা হয়েছে। গত শনিবার বিকেলে ডিবি পুলিশের এসআই অভিজিৎ ভৌমিক অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে ওই গ্রামের নজর উদ্দিনের পুত্র। এ ঘটনায় এসআই অভিজিৎ বাদী হয়ে মাদক আইনে মামলা দিয়ে গতকাল রোববার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।