প্রেস বিজ্ঞপ্তি ॥ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বানিয়াচং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে কমপ্লেক্সের স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কক্ষে অনুষ্টিত ‘তারুণ্যে বিনিয়োগ, আগামীর উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন স্বাস্থ্য কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত ইউনিয়ন পরিদর্শক মোঃ আজাদুল ইসলামের পরিচালনায় অনুষ্টিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউনিকেয়ার চেয়ারপার্সন কামরুল হাসান কাজল, নুরুল ইসলাম, শিরিকা বেগম, সাবেরা খাতুন, আম্বিয়া খাতুন, মাওলানা ছাদিকুর রহমান, শিব্বির আহমেদ আরজু, আছিয়া খাতুন, দেবী রানী দেব, আনছার আলী, নাজমুন্নাহার, বীনা রানী দাস, দেবাশীষ চৌধুরী, মনোয়ারা বেগম, নেহার খাতুন প্রমুখ।