প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল দুপুরে ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জ শাখার উদ্যোগে জেলা কার্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে “স্বাধীনতার গুরুত্ব ও তৎপর্যক” আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের উপ-পরিচালক, মুহাম্মদ মুনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ পৌরসভার মেয়র মো: আতাউর রহমান সেলিম। ফিল্ড সুপারভাইজার, মোঃ আব্দুল আওয়ালের পরিচালনায় বক্তব্য রাকেন ইফাঃ হবিগঞ্জ জেলার শিক্ষক সমিতির সভাপতি, আলহাজ্ব মাওঃ আবদুল মজিদ ফিরোজ পুরী ইফাঃ হবিগঞ্জ জেলার ইমাম সমিতির সভাপতি, আলহাজ্ব মাও: আমিনুল ইসলাম, সদর সভাপতি সভাপতি, আবু ত্যায়িয়্যব মোজাহিদী, মডেল কেয়ারটেকার, মোহাম্মদ আবদুল নূর, সাধারণ কেয়ারটেকার, আব্দুল আলী সুমন, মাও: রুহুল আমিন, মডেল শিক্ষক মাওঃ জাফর সাদেক, মাও: আহমদুল্লাহ বিপ্লবী, শায়ের সাইফুল, মেয়র সেলিম বলেন-মুক্তিযুদ্ধে দেশের আলীম উলামায়ে কেরাম গনের অবদান গুরুত্বপূর্ণ ও তারদের ঋণ পরিশোধের মতনা তিনি আরো বলেন, সকল ইমাম সাহেব ও শিক্ষক গণ যেন সৎ আর্দশের সহিত চলেন, যার যার জায়গা থেকে সকলকে দায়িত্ব পালন করতে হবে এবং আমার সাধ্য মতে ইফাকে আরো এগিয়ে নিয়ে যাবো, নাত পরিবেশন করেন, শিক্ষক মাও: মোঃ নাছির উদ্দিন।