সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজাসহ গ্রেপ্তার ২ সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতিকে সংবর্ধনা জিকে গউছের ৫৮তম জন্মদিনে জেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অধ্যাপক গিয়াস উদ্দিন আহমদ চৌধুরী মাধ্যমিক ও উচ্চ শিক্ষার আঞ্চলিক পরিচালক পদে পদায়ন পেয়েছেন হবিগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব হাসবী সাঈদ চৌধুরীর বর্নাঢ্য জীবন সিলেটে লাখাই’র এক যুবকের লাশ উদ্ধার শহরের পরিচিত মুখ মাহফুজ আর নেই থানায় উভয়পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিককে থাপ্পড় দেয়ার ঘটনায় আইনজীবীকে শোকজ চুনারুঘাটে ৩ গরুচোরসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চুনারুঘাটে সিএনজির ধাক্কায় বৃদ্ধা নিহত

হবিগঞ্জ ট্রেজারীর অস্ত্র দিয়েই ২৭ মার্চ মুক্তিযুদ্ধ শুরু

  • আপডেট টাইম সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ২০৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মানিক চৌধুরী পাঠাগার বিষয় ভিত্তিক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মানিক চৌধুরী পাঠাগারের বেদীতে অনুষ্ঠিত সভার আলোচ্য বিষয় ছিল ‘একাত্তরের ২৭ মার্চ, অস্ত্রাগার লুন্ঠন’ শীষর্ক আলোচনা সভায় সভাপতিত্ব করেন মানিক চৌধুরী পাঠাগারের সভাপতি ইকরামুল ওয়াদুদ। মূল বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জে একাত্তরের জাতীয় পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা মিয়া মুহাম্মদ শাহাজান, হবিগঞ্জ থানা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস শহীদ, জাতীয় প্যারেট গ্রাউন্ডের নেতৃত্বে পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা ও বিশিষ্ট লেখক গবেষক সায়দুর রহমান তালুকদার।
সভার বক্তাগণ বলেন, হবিগঞ্জ মহকুমা ট্রেজারীর অস্ত্র দিয়েই আমরা মুক্তির সংগ্রামে ঝাপিয়ে পড়েছিলাম। ২৫ মার্চ দিবাগত রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার বার্তাটি হবিগঞ্জ মহকুমা আওয়ামীলীগ নেতা ও গণপরিষদে নির্বাচিত সদস্য কমান্ডেন্ট মানিক চৌধুরী’র হাতে পৌঁছে। পরদিন ২৭ মার্চ হবিগঞ্জ মহকুমায় এক অভূতপূর্ব ঘটনার উদয় হয়। মুক্তি সংগ্রামে ঝাপিয়ে পরতে আনসার মুজাহিদসহ সকল শ্রেনী পেশার হাজার হাজার মানুষ অস্ত্রের জন্য হবিগঞ্জ মহকুমায় রক্ষায় নেমে পড়েন। সেইদিন মেজর জেনারেল এম এ রব এর নেতৃত্বে হবিগঞ্জের আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের অনুরোধে হবিগঞ্জ মহকুমা প্রশাসক আকবর আলী অস্ত্র দিতে অস্বীকৃতি জানান। কমান্ডেন্ট মানিক চৌধুরীর অস্ত্রে মুখে আকবর আলী হবিগঞ্জ মহকুমার ট্রেজারী থেকে অস্ত্র বের করে দিতে বাধ্য হন। অতঃপর মানিক চৌধুরীর স্বাক্ষরে ২৭ মার্চ অস্ত্র বের করা হয়। এই অস্ত্র দিয়েই পরবর্তীতে শেরপুর সাদীপুর রক্তাক্ত রণযুদ্ধের সূচনা হয়।
অনুষ্ঠানে কমান্ডেন্ট মানিক চৌধুরী কন্যা, মানিক চৌধুরী পাঠাগারের প্রতিষ্টাতা কেয়া চৌধুরী, ওয়াহিদুজ্জামান মাসুদ, মৃনাল কান্তি রায়, সৈয়দ জাহির, সিদ্দিকী হারুন উপস্থিত ছিলেন। পরে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com