প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচংয়ের ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন কমপ্লেক্সের ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের কার্যক্রমের অগ্রগতির বিষয়ে এক বিশেষ পর্যালোচনা সভা অনুষ্টিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় তথ্য ও সেবাকেন্দ্রের সংলগ্ন কম্পিউটার ট্রেনিং সেন্টারে সেবা কেন্দ্রের উদ্যোক্তা আনছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা এলসিবিসিই অফিসার দেবাশীষ চৌধুরী। ইউপি সচিব অজিত সরকার এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মেম্বার সাবেরা খাতুন, শিরিকা বেগম, আম্বিয়া খাতুন, মোতাব্বির হোসেন, আয়ুব আলী, ময়না মিয়া, ই¯্রাব আলী, নুর আহাম্মদ, নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মাহফুজুর রহমান মামুন, বুলবুল ধর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না প্রমুখ।