স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের থানা, জেলা পরিষদ ও সার্কিট হাউজের মোড়ে অবস্থিত ‘মুক্তিযোদ্ধা চত্বর’ লেখাটি উপরে উঠানো হয়েছে। এর জন্য হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের প্রতি কৃতজ্ঞা জানিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ হবিগঞ্জ জেলা ইউনিট কমান্ড। এছাড়াও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হবিগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড ও হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।
জানা যায়, ২০২০ সালে চত্বরটিতে সৌন্দর্য বর্ধনের সময় বিএসআরএম লেখাটি বড় করে এবং মুক্তিযোদ্ধা চত্বর লিখাটি ছোট করে নিচে লিখা হয়। যার কারণে মুক্তিযোদ্ধাসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের অনেকেই এতে ক্ষুদ্ধ হয়ে মুক্তিযোদ্ধা চত্বর লেখাটি বড় করে এবং উপরে তোলার জন্য তৎকালীন মেয়রের কাছে দাবী জানানো হয়। কিন্তু দায়িত্ব থাকাকালীন সময়ে তিনি তা করেননি। বিষয়টি বর্তমান মেয়র আতাউর রহমান সেলিমকে আবারো অবগত করে লিখিত অবেদন করা হয়। এরই প্রেক্ষিতে আতাউর রহমন সেলিমের আন্তরিক প্রচেষ্ঠায় ‘মুক্তিযোদ্ধা চত্বর’ লেখাটি উপরে উঠানো এবং বর্ধিত করা হয়েছে। আর এর জন্য মুক্তিযোদ্ধা সংসদ হবিগঞ্জ জেলা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার গৌর প্রসাদ রায় ও সাবেক কমান্ডার মুন্সি আব্দুর রহিম জুয়েল, সহকারী কমান্ডার হায়দার আলী ও সদর উপজেলা সাবেক কমান্ডার আব্দুস শহীদসহ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ মেয়র আতাউর রহমান সেলিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।