স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নে জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে জলসুখা মাধবপাশার স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলকে এলইডি টেলিভিশন দেয়া হয়। আয়োজক কমিটির সভাপতি দিলীপ দেবনাথের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজিউর রহমান গাজী। উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জুনু মিয়া, ওয়ার্ড মেম্বার জাহের মিয়া, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মন্টু মিয়াসহ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ এলাকার মুরুব্বিয়ান ও যুব সমাজ।