স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চাঁদের হাঁসি হাসপাতালে তুচ্ছ ঘটনা নিয়ে দফায় দফায় ধাওয়া পালন্টা ধাওয়া হয়েছে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।
জানা যায়, শহরের চাঁদের হাসি হাসপাতালে গতকাল বৃহস্পতিবার রাত ৮ টার দিকে শায়েস্তানগর ও মোহনপুর গ্রামের দুই ব্যক্তির মধ্যে বাকবিতন্ডা হয়। এ নিয়ে উভয় পক্ষের লোকজন মারমুখি রূপ নেয়। খবর পেয়ে সদর থানা এসআই হাবিবুর রহমানসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনের বাহিরে চলে যায়। পরে আরো পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এর কিছুক্ষণ পরই রাত ৯ টার দিকে শায়েস্তানগর ট্রাফিক পয়েন্টসহ আশপাশের এলাকায় ওই দুই গ্রামের কিছু লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। খবর পেয়ে সদর থানার (ওসি) মাসুক আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।