শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

ব্যাটারি চালিত অটোরিক্সা শ্রমিক ফেডারেশন হবিগঞ্জ জেলার কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ২৬৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ব্যাটারি চালিত অটোরিক্সা শ্রমিক ফেডারেশন হবিগঞ্জ জেলার আয়োজনে গতকাল সকাল ১০টায় আরডি হল মাঠে এক শ্রমিক সমাবেশ ও ব্যাটারি চালিত অটোরিক্সা শ্রমিক ফেডারেশন হবিগঞ্জ জেলার কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আ.ক.ম জহিরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন-ব্যাটারি চালিত অটোরিক্সা বন্ধ নয়, আধুনিকায়ন করে নাম্বার প্লেইট দিতে হবে। ‘অটোরিক্স অবৈধ নয়। বরং রাস্তাগুলো যে নিয়মে তৈরি করার উচিত ছিল, তা হয়নি। ময়মনসিংহ শহরে ব্যাটারিচালিত অটোরিক্সার নম্বর প্লেইট দেয়া হয়েছে। হবিগঞ্জেও নম্বর প্লেইট প্রদান করতে হবে।’ সমাবেশে অটোরিক্সা শ্রমিকগণ বলেন- আমরা পরিবারের মানুষের মুখে দু’মুঠো ভাত তুলে দেয়ার জন্য রোদে পুড়ে-বৃষ্টিতে ভিজে ব্যাটারিচালিত অটোরিক্সা চালাই। পরিশ্রম করে আমাদের সন্তানদের পড়ালেখা করানোর স্বপ্ন দেখি। এজন্য চড়া সুদে ঋণ করে ব্যাটারিচালিত অটোরিক্সা কিনেছি। কিন্তু রাস্তায় রিক্সা নিয়ে বের হলে প্রশাসনের লোকজন আমাদের রিক্সা আটকে দেয়। অনেক সময় ব্যাটারি খুলে নিয়ে যায়। আমরা অবিলম্বে সংসদ সদস্য, হবিগঞ্জ পৌরসভার মেয়র, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের কাছে ব্যাটারিচালিত অটোরিক্সা বন্ধ না করে নম্বর প্লেইট প্রদানের দাবি জানাই। ‘হবিগঞ্জ শহরে ব্যাটারিচালিত ইজিবাইককে নম্বর প্রদান করা হয়েছে। কিন্তু অটোরিক্সাকে নম্বর প্লেইট দেয়া হচ্ছে না। এই বৈষম্য বন্ধ করতে হবে।’ ব্যাটারি চালিত অটোরিক্সা শ্রমিক ফেডারেশন হবিগঞ্জ জেলার সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উজ্জল রায়, জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রমিক নেতা ধনু মিয়া, হবিগঞ্জ যাত্রী কল্যাণ পরিষদের সভাপতি মো. আব্দুল্লাহ। অনান্যের মধ্যে বক্তব্য রাখেন, হবিগঞ্জ ব্যাটারিচালিত অটোরিক্সা শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি সামছুর রহমান, জাফর আলী, বারিক মিয়া, সঞ্জিব আলী, হবিগঞ্জ ব্যাটারি চালিত অটোরিক্সা যাত্রী কল্যাণ পরিষদের আহবায়ক সৈয়দ আজহারুল হক বাকু, জাহির মিয়া, আরব আলী, মকবুল হোসেন, তৌহিদ মিয়া, হামদু মিয়া, শংকর শুক্লবৈদ্য, ইসমাইল হোসেন মিন্টু, গনি মিয়া, মধু মিয়া, আব্দুল আলী, পলাশ মিয়া প্রমুখ। সমাবেশ শেষে শফিকুল ইসলামকে পুনরায় সভাপতি এবং ধনু মিয়াকে পুনরায় সাধারণ সম্পাদক করে ২০২২-২৩ সালের দুই বৎসর মেয়াদী ৪১ সদস্য বিশিষ্ট কমিটি বিশেষ অতিথি উজ্জ্বল রায় পরিচয় করিয়ে দেন। কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সামছুর রহমান, জাফর আলী, বারিক মিয়া, সঞ্জিব আলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com