চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের নালুয়া চা বাগান থেকে চুরি যাওয়া দু’টি গরু মালিকের কাছে ফেরত দেয়া হয়েছে। গতকাল বিকালে আহমদাবাদ ইউপি চেয়ারম্যান গরুর মালিক শনিছড়া ঝড়াকে গরু সমঝিয়ে দেন। এ সময় ইউপি সদস্য প্রকাশ খাড়িয়া, আমুরোড বাজার কমিটির সদস্য আঃ রহমান আজাদ, কোষাধ্যক্ষ বেলাল আহম্মদ উপস্থিত ছিলেন। গত ৩০ আগষ্ট নালুয়া চা বাগানের পশ্চিম লেনের বাসিন্দা শনিচড়া ঝড়ার গোয়াল ঘরের তালা ভেঙ্গে চোরেরা ২টি গরু চুরি করে নিয়ে যায়। ওই গরু চুরি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা ছড়িয়ে পড়ে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর ইউনিয়নের বাসুল্লা গ্রামের সন্নিকটে একটি পাহাড়ী টিলা থেকে পরিত্যক্ত অবস্থায় গরুগুলো উদ্ধার হয়। আহমদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু জানান, চুরি হওয়ার পর গরু উদ্ধারে তিনি সর্বত্র সোর্স নিয়োগ দেন। ১ সপ্তাহ পর বাসুল্লা গ্রামের কুখ্যাত চোর মইতলার হেফাজতে থাকা ওই দুই গরু উদ্ধারে হিমশিম খেতে হয়। গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মাওঃ তাজুল ইসলাম বলেন, বাসুল্লা গ্রামের মতলিব (মইতলা) কাইয়ুম ও মাখনসহ আরো কয়েকজন চিহ্নিত গরু চোরদের পাকড়াও করতে চেষ্টা চালানো হচ্ছে।