স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ইসলামী ফ্রন্টের সহ সাধারণ সম্পাদক ও বাহুবল উপজেলার হিলালপুর সুন্নীয়া দখিল মাদরাসার সুপার মাওলানা হারুনুর রশীদ গোলাপকে সমকামিতার অভিযোগে দায়েরকৃত মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে। গত বুধবার সুপার হারুন হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ২৩ মার্চ নিজ মাদরাসার ছাত্রের সাথে সমকামিতার বিষয়টি প্রকাশ পায়। এর প্রতিবাদে এবং মাদ্রাসা সুপারের অপসারণের দাবীতে ২৮ মার্চ থেকে মাদরাসার শিক্ষার্থীরা মহাসড়কে বিক্ষোভ মিছিল সমাবেশ করতে থাকে। পরে তাদের আন্দোলনে অভিভাবকসহ এলাকাবাসীও একাত্মতা প্রকাশ করেন। গণ-আন্দোলনের রোশনলে পড়ে সুপার হারুণ ১ এপ্রিল থেকে আত্মগোপন করেন। এর পর থেকে তিনি মাদরাসায় অনুপস্থিত রয়েছেন। এরই মাঝে বিভিন্ন অভিযোগ এনে সুপার বাদী হয়ে ডুবাঐ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল ছালামসহ এলাকার বিশিষ্টজনদের আসামী করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করলে পুলিশ ব্যবসায়ী আব্দুল সালামকে গ্রেফতার করে।
এদিকে সুপার হারুণের বিরুদ্ধে সমকামিতার অভিযোগে আদালতে মামলা দায়ের করলে কয়েক দফা তদন্তে ঘটনার প্রাথমিক সত্যতা প্রমাণিত হলে আদালত মামলা আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর গত বছরের শেষের দিকে পুলিশ হারুনকে মিরপুর বাজার থেকে গ্রেফতার করে। হাজতবাসের পর তিনি জামিনে মুক্তি পান। গত বুধবার সুপার হারুন আদালতে হাজির হলে আদালত তার জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেন। এদিকে মাদরাসায় প্রায় আড়াই বছর যাবৎ সুপারবিহীন অবস্থায় মাদ্রাসার পাঠদানসহ যাবতীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। এলাকাবাসী সুপার হারুনকে ওই পদ থেকে অপসারণ করে নতুন একজন সুপার নিয়োগ দিয়ে মাদ্রাসায় শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবী জানিয়েছেন।