স্টাফ রিপোর্টার ॥ ভারত ও মায়ানমারের সাথে সাড়ে ১৯ হাজার বর্গকিলোমিটার সমুদ্র সীমানা বিয়জ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে গতকাল দুপুরে এক আন্দন মিছিল করেছেন হবিগঞ্জ জেলা যুবলীগ। মিছিলটি সাড়া শহর প্রদক্ষিণ শেষে স্থানীয় বেবিস্ট্যন্ড মোড়ে গিয়ে এক পথ সভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা যুবলীগ সভাপতি মোঃ আতাউর রহমান সেলিম, সহ-সভাপতি আরজু, পৌর যুবলীগ সভাপতি শফিকুজ্জামান হিরাজ, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন প্রমূখ। সভায় বক্তারা বলেন-আওয়ামীলীগ সরকার জনগণের সরকার এ সরকার যত দিন ক্ষমতায় থাকবে তত দিন জগনণের কল্যাণ বয়ে আনবে।