প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন (রেজি নং-বি-২১২৯ জাতীয় শ্রমিকলীগের অর্ন্তভূক্ত) হবিগঞ্জ-মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল রাত ১০ টার দিকে নেতৃবৃন্দ এই সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় তারা ডাক বিভাগের বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মোঃ মাসুক মিয়া, সম্পাদক মোহাম্মদ রফিক মিয়া, কার্যকরি সভাপতি আকলাকুল আম্বিয়া, সহ-সম্পাদক সুভাষ দেব, হিরা লাল গোপ, মতিউর রহমান, জহর লাল পাল, সমশের উদ্দিন, জিয়া উদ্দিন, মুসলিম মিয়া, ছনু মিয়া, সামছুল হক খোকন, হাজী আব্দুল হাই, আব্দুল আলী, ইয়াহিয়া মিয়া প্রমূখ।