স্টাফ রিপোর্টার ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুরে অভিযান চালিয়ে ৫’শ পিস ইয়াবাসহ আনোয়ার মিয়া নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার শ্রীমঙ্গল-নবীগঞ্জ সড়কের মির্জাপুর ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। আটককৃতদের আনোয়ার মিয়ার বাড়ি নবীগঞ্জ উপজেলার পানিউমদা গ্রামে। মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক আনোয়ারকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আদালতে পাঠানো হয়েছে। তিনি দাবি করেন আনোয়ার একজন চিহ্নিত মাদক কারবারি। অতীতেও তার বিরুদ্ধে মাদকের মামলা হয়েছে।