স্টাফ রিপোর্টার ॥ লাখাই ইউনিয়নের স্বজন গ্রাম গ্রামের আয়নারটোক নৌকাঘাটে মাদকসহ দুইজনকে আটক করা হয়েছে। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালত তাদেরকে কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হল, মোঃ জজ মিয়া (৭৭)। তার কাছ থেকে ৬০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শরীফ উদ্দিন তাকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সময়ে স্বজনগ্রাম নিবাসী মোঃ নবী হোসেন (২১) কে ১০ গ্রাম গাঁজাসহ আটক করে মোবাইল কোর্ট। তাকেও মোবাইল কোর্টের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শরীফ উদ্দিন গাঁজা পরিবহনের দায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ সময় ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোঃ গোলাম মোস্তফা ও সঙ্গীয় পুলিশ ফোর্স। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এ অভিযান অব্যাহত থাকবে।