স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তানগর এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ¦ মোঃ সামছুল হক চৌধুরী ইন্তেকাল করেছেন। (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। গত শুক্রবার সকাল ৯টার দিকে বাধ্যর্ক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তাঁর নিজ বাসভবনে মারা যান। শুক্রবার বাদ এশা জে কে এন্ড এইচ কে হাই স্কুল মাঠে জানাজার নামাজ শেষে রাজনগর কবরস্থানে দাফন করা হয়। জানাজায় সহস্রাধিক লোক অংশগ্রহণ করেন। মৃত্যুকালে দুই ছেলে সন্তান, দুই নাতিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি মরহুম সুলেমান চৌধুরীর পুত্র।