রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার ছাতিয়াইন পূব গ্রামে গতকাল বৃহস্পতিবার ভোরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিষাক্ত সাপের ছোবলে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়-ওই ভোরে ফজরের নামায আদায় করে ছাতিয়াইন পূর্ব গ্রামের মোঃ চান মিয়া (৬৫) গরুর জন্য ঘাস কাটতে যায়। দীর্ঘ সময় ঘাস কেটে মাঠ থেকে না ফেরায় পরিবারের লোকজন মাঠে গিয়ে চানু মিয়াকে মূমূর্ষ অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় ওই এলাকায় সাপ আতংক বিরাজ করছে।