স্টাফ রিপোর্টার ॥ ১৭ই মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২ তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়নে স্থাপিত কিশোর-কিশোরী ক্লাবে
বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্টিত বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল- সংগীত, কবিতা আবৃত্তি, ক্যারাম, দাবা, লুডু ও নিত্য প্রতিযোগীতা। পরে বিকালে উপজেলার প্রতিটি ক্লাবে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হয়। বিকালে অনুষ্টিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ৬ থেকে ৯নং ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবগুলা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। বিকাল ৩ টায় কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় ১০নং সুবিদপুর ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুলেলিকা সরকার। সংগীত শিক্ষক জয় দাশের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলায় কর্মরত জেন্ডার প্রমোটার মো. কাউছার আহমেদ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম, কর্মজীবন, জীবনাদর্শ, দেশপ্রেম ও আর্তমানবতার সেবা এবং সকল শিশুর সমান অধিকার আদায়ে অবদানে কথা গভীর শ্রদ্ধার সহিত স্মরণ করা হয়।