স্টাফ রিপোর্টার ॥ যথাযোগ্য মর্যাদায় ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করে শচীন্দ্র কলেজ। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টায় কলেজ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও জন্মদিনের কেট কেটে স্বতঃস্ফূর্তভাবে দিনটিকে পালন করা হয়। পরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক লতিফ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, অনুষ্ঠানের আহবায়ক সংস্কৃতি বিভাগের প্রভাষক তপন কুমার হীরা, সহকারী অধ্যাপক মো. তরিকুল ইসলাম হারুন, সহকারী অধ্যাপক প্রবীন্দ্র সমাজপতি, সহকারী অধ্যাপক অনুপমা ভক্ত, সহকারী অধ্যাপক অঞ্জন কুমার সরকার প্রমুখ। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর কর্ম সাধনা ও ত্যাগের জীবন থেকে নতুন প্রজন্মকে শিক্ষা নেওয়ার অনুরোধ করা হয়। সভাশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।