স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম ভাদৈ গ্রামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায়। নিহতের পরিবার সূত্রে জানা যায়, ওই গ্রামের রমিজ আলীর পুত্র শাহীন মিয়া (২৫) গতকাল দুপুর ১ টার দিকে তার বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়। অনেক সময় অতিবাহিতের পরও ফিরে না আসায় তার মা খোজতে পুকুরে যায়। সেখানে গিয়ে ভাসমান অবস্থায় তার দেহ দেখতে পেয়ে চিৎকার চেচাঁমেচি করতে থাকলে লোকজন এগিয়ে এসে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।