মো. কাউছার আহমেদ ॥
আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি বলেন, স্বাধীনতার এ মাসে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে তার নির্দেশনা যুদ্ধ করে আমরা দেশকে স্বাধীন করেছি। এ জন্য ৩০ লাখ মানুষকে প্রাণ দিতে হয়েছে। যারা এদেশের স্বাধীনতা চায়নি তারা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছে। তিনি বলেন, আমরা বঙ্গবন্ধুর লক্ষ্য বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছি। এখন দেশ স্বাবলম্বী হয়েছে। আমরা এখন খাদ্যের জন্য কারো নিকট হাত পাততে হবে না। মানুষের চিকিৎসা, শিক্ষা সর্বক্ষেত্রে আমরা সফলা অর্জন করেছি, অবকাঠামোর উন্নতি হয়েছে। কৃষিক্ষেত্রে উন্নতি হয়েছে। এখন আর কাউকে না খেয়ে থাকতে হয়না। আজকে দেশের অর্থনৈতিক উন্নতি দেশকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। এগুলোই প্রমান করে আওয়ামীলীগ সঠিক পথে এগুচ্ছে। তিনি বলেন, এদেশের যত কিছু ভাল কাজ হয়েছে সবই হয়েছে আওয়ামীলীগের হাত ধরে।
গতকাল হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে আয়োজিত আওয়ামলীগের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি উপরোক্ত কথা বলেন।
জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহিরের সভাপতিত্বে ও সাধারণ অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরীর পরিচালনায় প্রতিনিধি সম্মেলনে প্রধান বক্তা আওয়ামী লীগ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করতে পারবে না বলে তাদের নির্বাচন নিয়ে মাথাব্যথা নেই। তিনি বলেন, বিএনপির শীর্ষ দুই নেতা দন্ডপ্রাপ্ত তারা নির্বাচনে অংশ গ্রহন করতে পারবে না বলে বিদেশীদের কাছে লবিষ্ট নিয়োগ করছে। আওয়ামীলীগের সাথে নির্বাচনে লড়ে জয় লাভ করতে পারবে না বলে বিভিন্ন ষড়যন্ত্র করছেন। তারা জানেন ষড়যন্ত্র করে শেখ হাসিনার সরকারকে ধ্বংস করতে পারলেই তারা ক্ষমতায় আসতে পারবে।দেশের বিভিন্ন জায়গা থেকে মজুদ তেল উদ্ধারের ঘটনায় দ্রব্যমূল বৃদ্ধিতে ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। জয়বাংলা স্লোগান রাষ্ট্রীয় স্লোগান স্বীকৃতি প্রসঙ্গে তিনি বলেন, জিয়াউর রহমান জয়বাংলা স্লোগানকে বিলুপ্ত করে পাকিস্তানী প্রভূদের খুশি করতে বাংলাদেশ জিন্দাবাদ কায়েম করেছিল।
মাহবুবুল হক হানিফ এমপি বলেন, লন্ডনে তারেক রহমান দুর্নীতি করে পাচার করা টাকায় বিলাসবহুল জীবনযাপন করেন। তারেক রহমান প্রতি মাসে ৫০ লাখ টাকা খরচ করেন। এত টাকা তিনি পান কোথায়। কোন আয় নাই, রোজগার নাই। সব দুর্নীতির টাকা। তিনি বলেন, বিএনপি জামায়াত জোট আমলে আহসান উল্লাহ মাস্টার, শাহ এএমএস কিবরিয়া, মমতাজ উদ্দিন, অ্যাডঃ মঞ্জুর ইমামকে হত্যা করা হয়েছিল। কোথায় ছিল তখন আইনের শাসন, কোথায় ছিল গণতন্ত্র। বিএনপি নামক দলটি যখন পাকিস্তানের প্রতিনিধিত্ব করে তখন আমার দুঃখ লাগেনা। দুঃখ লাগে যখন শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া তার বাবার হত্যাকারীদের সঙ্গে ক্ষমতার জন্য হাত মিলায়। হবিগঞ্জের কৃতি সন্তান শাহ এএমএস কিবরিয়াকে মন্ত্রী, এমপি বানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে গ্রেনেড হামলা চালিয়ে হত্যা করেছে বিএনপি জামায়াত জোট। আর আজ ক্ষমতার লোভে তার ছেলে ড. রেজা কিবরিয়া তার বাবার হত্যাকারীদের সঙ্গে হাত মিলিয়েছেন। এটি অত্যন্ত দুঃখজনক।
মাহবুবউল আলম হানিফ বলেন, প্রধানমন্ত্রীর অনুকম্পায় খালেদা জিয়া আজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। অথচ বিএনপি নেতারা বলছেন চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে হবে। কিন্তু দেশের চিকিৎসকরা দেখিয়েছেন দেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়েছে। তিনি সুস্থ হয়ে এখন বাসায় আছেন। এটি সম্ভব হয়েছে আওয়ামী লীগ সরকারের কারণেই। কিন্তু বিএনপি আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে চায়। কারণ তারা পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। পাকিস্তান বাংলাদেশের উন্নয়ন চায় না, বিএনপিও চায় না।
সম্মেলরে বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সদস্য আজিজুস সামাদ আজাদ ডন, উপ-দপ্তর সম্পাদক এডঃ সায়েম খান, অ্যাডঃ মো. আব্দুল মজিদ খান এমপি ও গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি।
সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, লাখাই উপজেলা সাধারণ সম্পাদক এডঃ মুশফিউল আলম আজাদ, বানিয়াচং উপজেলা সভাপতি আমির হোসেন মাস্টার, আজমিরীগঞ্জ সভাপতি মিছবাউদ্দিন ভূইয়া, শায়েস্তাগঞ্জ সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল, মাধবপুর সভাপতি আতিকুর রহমান আতিক, চুনারুঘাট সভাপতি এডঃ আকবর হোসেন জিতু, বাহুবল সভাপতি মোঃ আব্দুল হাই, নবীগঞ্জ উপজেলা সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, মাধবপুরের ইউনিয়ন নেতৃবৃন্দের পক্ষে মিজানুর রহমান প্রমুখ। এছাড়া সভায় প্রতিটি উপজেলার একটি ইউনিয়ন থেকে একজন করে বক্তব্য রাখেন।