স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৫নং গোপায়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সর্দার এম এ মন্নান শপথ গ্রহণ করেছেন। শপথ বাক্য পাঠ করান হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান। গতকাল বিকেলে হবিগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ নাজমুল হাসান, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার বর্নালী পাল সহ গোপায়া ইউনিয়ন এর গন্যমান্য ব্যক্তিবর্গ।
শপথ গ্রহন শেষে নবনির্বাচিত চেয়ারম্যান সর্দার এম এ মন্নান গোপায়া ইউনিয়নে সাবেক ৩জন চেয়ারম্যান মরহুম ইউনুছ চৌধুরী, মরহুম আব্দুল মান্নান ও মরহুম মর্তুজ আলীর কবর জিয়ারত ও এলাকার লোকজনের সাথে কুশল বিনিময় করেন।
এর আগে ওই ইউনিয়নের নির্বাচিত সদস্যগণের শপথ অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার বর্নালী পাল এ শপথ বাক্য পাঠ করান।
উল্লেখ্য, গত বছরের ২৮ নভেম্বর অনুষ্ঠিত হয় হবিগঞ্জ সদর উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচন। ওই দিন গোপায়া ইউনিয়নের বহুলা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল ঘোষণার পর হট্টগোল হয়। এ হট্টগোলকে কেন্দ্র নির্বাচনী ফলাফল বাতিল ও পুনঃ নির্বাচনের দাবীতে আদালতে মামলা দায়ের করা হয়। আদালতের সর্বশেষ আদেশ অনুযায়ী জেলা প্রশাসক ইশরাত জাহান গতকাল নির্বাচিত চেয়ারম্যান এম এ মন্নানকে শপথ বাক্য পাঠ করান।