স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা গতকাল জালাল ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সকল ইউনিয়ন, উপজেলা, পৌরসভা ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত হন। সম্মেলনে আসা নেতৃবৃন্দকে জরুরী স্বাস্থ্য সেবা প্রদান, মাস্ক ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করে হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেব লীগ নেতৃবৃন্দ। জেলা জেলা আওয়ামী লীগ সভাপতি এড মোঃ আবু জাহির এমপি’র নির্দেশনা পরামর্শ অনুযারী জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এডঃ ফয়জুল বশির চৌধুরী সুজন ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল আজাদ রাসেলের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ সভা চলাকালীন সময় এ দায়ীত্ব পালন করেন।