স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের গাইনি বিভাগের ডাক্তার ফেরদৌসী ইসলামের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগে নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ বিষয়ে গতকাল ১৫ মার্চ নবজাতকের পিতা শফিক মিয়া বাদী হয়ে জেলা প্রশাসক ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, গত ১৩ মার্চ সকালে প্রসব ব্যাথা নিয়ে সদর হাসপাতালে আসেন বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের মোঃ শফিক মিয়ার স্ত্রী মোছাঃ খাদিজা আক্তার (৩০)। প্রসব ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। ১২টার সময় হাসপাতালের গাইনি ডাক্তার ফেরদৌসী ইসলাম খাদিজাকে দেখার পর তিনি বলেন তার অবস্থা ভাল না। এই কথা জানিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার জন্য একটি রেফার। পরে ডাক্তারের পরামর্শে সিজার করার জন্য শহরের ইউনাটেড শিশু জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অপারেশন থিয়েটারে প্রবেশ করার পর প্রায় দেড়ঘন্টা থাকার পরও সিজার করা হয়নি। দেরী হবার কারণ জানতে চাইলে বলা হয় ডাক্তার আসতে দেরি হবে। কোনো উপায় না পেয়ে তড়িগড়ি করে বিকালে অন্য একটি ক্লিনিকে ওই নারীর সিজার করানো হয়। এতে একটি মৃত নবজাতক জন্ম নেয়। রোগীর স্বজনদের অভিযোগ, অবহেলার কারণে এরকম ঘটেছে।
এ বিষয়ে সদর হাসপাতালে কর্মরত গাইনি বিভাগের ডাক্তার ফেরদৌস ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি ইউনাইটেড হাসপাতালে কখনো রোগী দেখিনা। তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।
ইউনাইটেড হাসপাতালে কর্মরত ওটি ইনচার্জ তাপস গুহর জানান, শুধুমাত্র সিজার অপারেশনের জন্য ফেরদৌস ইসলাম প্রায় সময়ই ইউনাইটেড হাসপাতালে আসেন এবং ঘটনার দিনও তার আসার কথা ছিল।