চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে নিখোঁজের ৭ দিন পার হলেও এক কিশোর গ্যারেজ শ্রমিক উদ্ধার না হওয়ায় পরিবার রয়েছে চরম অনিশ্চিতায়। জানা যায়, গত ৮ মার্চ সকাল সাড়ে ৮টার সময় পশ্চিম পীরেরগাঁও গ্রামের মৃত আঃ রশীদ গাজীর ছেলে নয়ন মিয়া (১২) চুনারুঘাট দক্ষিণ বাসস্ট্যান্ডের কোরবান আলীর গ্যারেজে কাজ করতে আসে। পরে আত্মীয় স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোজাখুজি করেও কোনো হদিস পাওয়া যায়নি। এ বিষয়ে গত ১৪ মার্চ চুনারুঘাট থানায় নিখোঁজ নয়নের বড় বোন মোছাঃ নাছিমা আক্তার বাদী হয়ে একটি সাধারণ ডায়রি করেন। জিডি নং-৮৪৩। নিখোঁজ হওয়ার সময়, নয়নের পড়নে হলুদ রঙের গেঞ্জি ও জিন্স প্যান্ট পড়াছিল।