স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং থানা পুলিশের অভিযানে ধর্ষণ মামলার আসামিসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ১৪ মার্চ গভীর রাতে ওসি (তদন্ত) মোঃ কবির হোসেনের দিক-নির্দেশনায় এসআই ফারুক হোসেন, এসআই দুলাল মিয়া, এএসআই হারুন অর রশিদ, এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেনসহ একদল পুলিশ পরোয়ানাভুক্ত আসামি মোঃ আব্দুল হাশিমের পুত্র মোঃ সুজন মিয়া (২২), ইছবপুর গাংপাড় গ্রামের মৃত ইসলাম উদ্দিনের পুত্র মোঃ মকদ্দুছ মিয়া (২৭), মৃত সৈদ উল্লার পুত্র মোঃ নিজাম উল্লা ও মোঃ মোফাজ্জল মিয়া (২১), গুগড়াপুর, গ্রামের রাসমোহন দাস (৩৯) ও দেওয়ানদিঘীর ধনু মিয়ার পুত্র মোঃ সায়েম মিয়া (২৮) কে গ্রেফতার করা হয়। গতকাল তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।